কেন্দ্রীয় প্রকল্পগুলির নাম পাল্টে নতুন নাম করে চালিয়ে দিচ্ছে তৃণমূল: শুভেন্দু অধিকারী

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৮ জানুয়ারি: ‘কেন্দ্রীয় প্রকল্প গুলির নাম পাল্টে নতুন নাম করে চালিয়ে দিচ্ছে তৃণমূল’, ‘তৃণমূল না গেলে কোনও বেকারের চাকরি হবে না।’ তমলুকের জ‌নসভা ও যোগদান মেলার মঞ্চে তৃণমূল কংগ্রেসকে এই ভাষাতেই আক্রমণ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

বৃহস্পতিবার তমলুক নগর মন্ডলের পক্ষ থেকে তমলুকের হাসপাতাল মোড়ে একটি যোগদান মেলার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। মঞ্চে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। শুভেন্দু বলেন, তৃণমূলকে না তাড়ালে বেকার যুবকদের চাকরি হবে না। বিজেপির সঙ্গে আমার ডিল হয়েছে, এসএসসি প্রতি বছর হবে আর টেটে সাদা খাতা জমা দিলে আর চাকরি হবে না।’

ফের নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করেন শুভেন্দু। তিনি বলেন, তোলাবাজ ভাইপো দক্ষিণ দিনাজপুরে গিয়ে বড় বড় কথা বলছে।

তিনি আরো বলেন, কেন্দ্রীয় সরকার থেকে করোনার ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। না হলে রাজ্য সরকার ভ্যাকসিনশ্রী বা কোভিডশ্রী নাম দিয়ে এটাও চালিয়ে দিত। কেন্দ্রীয় সরকার সেই সুযোগ দেয়নি।

পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন শুভেন্দু। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ছাতিটা দেখেছেন কত চওড়া। পাকিস্তান এবং চীনকে কড়া জবাব দিয়েছেন তিনি। অন্দর ঘুষকে মারা। এই বলে তিনি বোঝাতে চাইলেন যে এই দলের হাতে দেশের দায়িত্ব দিলে কতটা ভালো হবে।

আজকের এই সভামঞ্চে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করলেন প্রায় হাজার খানেক মানুষ। তমলুক শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ মহাপাত্র এবং প্রত্যেকটি ওয়ার্ড কমিটি ও বুথ কমিটির সভাপতি সহ আইনজীবী এবং স্থানীয় বিভিন্ন সংস্থা ও ক্লাবের সদস্যরা আজকে এই মঞ্চে বিজেপিতে যোগদান করেন।

শুভেন্দু অধিকারী ছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপির তমলুক জেলা সাংগঠনিক সহ-সভাপতি নবারুণ নায়েক সহ তমলুকের নগর মন্ডলের বিভিন্ন স্তরের বিজেপি নেতারা। যোগদান অনুষ্ঠানে ঘিরে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *