পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ জুলাই: ২১ জুলাইকে সামনে রেখে শুক্রবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১ নম্বর অঞ্চলের শিরিশবনী ও চাঁদাবিলাতে মিছিল ও পথসভা করল তৃণমূল নেতৃত্ব। এদিন এই মিছিলে কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক পা মিলিয়েছেন। উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ পাঁজা, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নারায়ণ মন্ডল সহ অন্যান্য তৃণমূল নেতা- কর্মীরা।
উল্লেখ্য, আগামী ২১ জুলাই কলকাতার ধর্মতলায় শহিদ সভা করতে চলেছে তৃণমূল নেতৃত্ব। সেই সভা সফল করার লক্ষ্যে ১ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে এই মিছিল ও পথসভা।