শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিতেই মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্যদের নিয়ে বৈঠক তৃণমূলের

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২২ ডিসেম্বর: শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পরেই মুর্শিদাবাদ জেলা তৃণমূলকে বাঁচাতে করা হল সাংগঠনিক বৈঠক। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি, সাংসদ, বিধায়ক ও জেলা পরিষদের সভাধিপতি সহ সমস্ত সদস্যরা। মঙ্গলবার বিকেলে মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি আবু তাহের খানের নির্দেশে বহরমপুর পঞ্চাননতলাতে জেলা পরিষদ ভবনে একটি আলোচনা সভার ডাক দেওয়া হয়। মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনকে মজবুত করতে এবং দাদার অনুগামীদের দিদির অনুগামী করতেই এই সভার ডাক দেওয়া হয়। এদিনের এই সভা থেকে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠদের কড়া বার্তা দেওয়া হয় এবং দাদার অনুগামী পোষ্টার খুলে ফেলে একত্রিত হয়ে সাংগঠনিক কাজ করার নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, ৮ নভেম্বর মুর্শিদাবাদ জেলা পরিষদের বন ও ভূমি কমার্ধ্যক্ষ প্রয়াত মফিজউদ্দিন মন্ডলের একটি স্মরণসভার আয়োজন করা হয়। আয়োজন করেছিল শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোসারফ হোসেন সহ জেলা পরিষদের কিছু সদস্যরা। সেখানে শুভেন্দু অধিকারীর অনুগামীরা উপস্থিত ছিলেন। শনিবার তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছেন শুভেন্দু অধিকারী। তার পরেই মুর্শিদাবাদ জেলাতে সাংগঠনকে মজবুত করতে এবং বিধানসভা নির্বাচনে সবাইকে তৃণমূলের হয়ে লড়াই করার জন্য এই সভা আয়োজন করা হয়।

মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু তাহের খান জানান, মুর্শিদাবাদ জেলাতে একত্রিত হয়ে লড়াই করবে তৃণমূল কংগ্রেস। এখানে আজ থেকে কেও আর দাদার অনুগামী নেই, সবাই তৃণমূল কংগ্রেসের সৈনিক। আমরা বিধানসভা নির্বাচনে লড়াই করব এবং আজ জেলা পরিষদের সদস্যদের নিয়ে বৈঠকের পর তা স্পষ্ট করে দেওয়া হয়। শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদ জেলার অবজারভার থাকাকালীন তার অনুগামী তৈরি হয়েছিল কিন্তু তিনি আর তৃণমূলে নেই তাই মুর্শিদাবাদ জেলাতে অনুগামী ও নেতা ‘খুন’ বলে কটাক্ষ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *