কুমারগঞ্জের সভা থেকে রাজ্যে পরিবর্তনের পক্ষে সওয়াল শান্তনু ঠাকুরের, সিএএ নিয়ে রাজ্যের পাতা ফাঁদ থেকে সতর্ক থাকার নির্দেশ মতুয়াদের

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২২ ডিসেম্বর: লোকসভা নির্বাচনের নিরিখে রাজ্যে ফের পরিবর্তনের পক্ষেই সওয়াল মতুয়া সংগঠনের মুখ্য সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুরের। তাঁর কথায় মতুয়ারা এই রাজ্যে কিছু পায়নি বলেই লোকসভা ভোটে মতুয়া সম্প্রদায়ের ভোট এরাজ্যে ১৮টি আসন এনে দিয়েছে বিজেপিকে। বিধানসভা নির্বাচনের আগে এনআরসি ও সিএএ নিয়ে রাজ্য সরকারের উপর তোপ দেগে মতুয়া সম্প্রদায়ের মানুষদের তাদের ফাঁদে পা না দেবার নির্দেশ দেন সাংসদ শান্তনু ঠাকুর। দেশজুড়ে অবিলম্বে এই কেন্দ্রীয় আইন লাগু করার দাবিতে সরব হয়েছেন সাংসদ তথা মতুয়া সঙ্ঘের মুখ্য সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুর। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার বাংলাদেশ সীমান্ত লাগোয়া কুমারগঞ্জ ব্লকের মোহনা হাট প্রাঙ্গণে মাতুয়া গোষ্ঠীর ডাকা এক প্রকাশ্য সভায় উপস্থিত হয়ে এমনই মন্তব্য করেন সংসদ।

এনআরসি ও সিএএ নিয়ে মতুয়া সম্প্রদায়কে আশ্বস্ত করে তিনি আরও বলেন, দেশ ভাগের পর বাংলাদেশ থেকে প্রায় দেড় কোটি মানুষ এপারে এসেছে। তাদের জন্য নাগরিকত্ব প্রদান করবার আমরা দাবি জানিয়েছিলাম। সেই প্রস্তাব গ্রহণ করে বিল পাশ হয়েছে। কিন্তু এই বিষয়ে বিভিন্ন গুজব ছড়িয়ে এবং ভুল তথ্য তুলে ধরে তা চালু করা হচ্ছে না। তারফলে একাধিক অশান্তির কথা সামনে এসেছে। সংখ্যালঘু অধ্যুষিত কুমারগঞ্জ ব্লকে দাঁড়িয়ে এদিন বিজেপি সাংসদ একপ্রকার হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন অবিলম্বে সিএএ চালু করা উচিত, না হলে এর যেমন ভাল দিক আছে তেমনি খারাপ দিকও আছে। সঠিক তথ্য তুলে ধরে সাধারণ মানুষের পাশে না দাঁড়িয়ে রাজ্য সরকারের সিএএ বিরোধীতা নিয়েও মুখ খুলেছেন শান্তনু ঠাকুর। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি বহিরাগত বলে আক্রমণ করাও ঠিক হচ্ছে না বলে দাবি করেন সংসদ। তিনি বলেন, এনআরসি ও সিএএ’র জন্য নতুন করে কোনো কাগজপত্র দেখাতে হবে না মতুয়া সম্প্রদায়ের সদস্যদের। মতুয়াদের কার্ড দেখালেই এ দেশের নাগরিকত্ব দেওয়া হবে। সেজন্য বেশি করে সদস্য সংখ্যা বাড়ানোর কথাও বলেছেন তিনি। এদিন তিনি আরও দাবি করেন, রাজ্য সরকার তাদের জন্য কোনও উন্নয়নের কাজ করেনি। তাই মানুষ আজ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যে কারণে লোকসভা নির্বাচনে মতুয়াদের সহযোগিতায় বিজেপি ১৮টি আসন দখল করেছে।

সোমবার উত্তর দিনাজপুরের পর এদিন দক্ষিণ দিনাজপুর জেলার সংখ্যালঘু অধ্যুষিত কুমারগঞ্জ ব্লকে সভা করেন মাতুয়া নেতা তথা সাংসদ শান্তনু ঠাকুর। দক্ষিণ দিনাজপুর জেলা মতুয়া মহাসংঘের এদিনের বাৎসরিক ধর্মীয় জেলা সম্মেলনে কয়েকশো সদস্যের উপস্থিতি যথেষ্টই নজরকাড়া ছিল। এদিনের এই সভায় সাংসদ শান্তনু ঠাকুর ছাড়াও উপস্থিত ছিলেন মহাসংঘাধিপতি সুব্রত ঠাকুর,বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

শান্তনু ঠাকুর জানিয়েছেন, এনআরসি ও সিএএ নিয়ে এই রাজ্যে সাধারণ মানুষকে ভুল বোঝানো হচ্ছে। কিন্তু তারা সেই ভুল শুধরে মতুয়া সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে সঠিক তথ্য তুলে ধরছেন। কেন্দ্রীয় সরকার যাতে দ্রুত এই আইন লাগু করে সেই দাবি জানিয়েছেন তিনি।

বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন, সমস্ত বাধা ভেঙে উদ্বাস্তু মানুষদের নাগরিকত্ব দেওয়াই তাদের মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *