পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ মে: পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অপারেশন সিঁদুরের পর সারাদেশজুড়ে বীর সৈনিকদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানিয়ে একাধিক কর্মসূচি নিয়েছে সারা দেশবাসী। শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের সিজুয়াতে বীর সৈনিকদের কৃতজ্ঞতা জানিয়ে মহা মিছিল করল তৃণমূল নেতৃত্ব।
এই মহা মিছিলে উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক সুজয় হাজরা। এছাড়া উপস্থিত ছিলেন জ্যোতি প্রসাদ মাহাতো, নেপাল সিংহ, সন্দীপ সিংহ সহ একাধিক তৃণমূল নেতা- কর্মীরা। এদিন এই মহা মিছিলে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক পা মেলান।