পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ মে: আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালী বাগের সমর্থনে আজ ক্ষীরপাই রোড শো করল তৃণমূল। শুক্রবার বিকেল চারটে নাগাদ এই রোড শো শুরু হয় চন্দ্রকোনা এক নম্বর ব্লকের ক্ষীরপাই ডাকবাংলো কালীমন্দির থেকে। মিতালী বাগের সমর্থনে এদিনের রোড শো’য়ে উপস্থিত ছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী, লাভলী মৈত্র এবং রাজ্যের মন্ত্রী আরূপ বিশ্বাস সহ চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক ও অন্যান্যরা।
হুড খোলা গাড়িতে চেপে মিতালী বাগের সমর্থনে মন্ত্রী ও অভিনেতা, অভিনেত্রীরা সাধারণ মানুষকে তৃণমূল কংগ্রেসে ভোট দিয়ে মিতালী বাগকে জয়ী করার আহ্বান জানান। অভিনেতা সোহম ও অভিনেত্রী লাভলী মৈত্রকে দেখার জন্য সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। ক্ষীরপাই ডাকবাংলা কালী মন্দির থেকে এই রোড শো শুরু হয়ে হালদার দিঘিতে এসে শেষ হয়।