সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৭ মে: বাঁকুড়ায় আজ থেকে শুরু হলে হোম ভোটিং প্রক্রিয়া।৮৫ বছরের অধিক বয়স্ক ও বিশেষ ভাবে অক্ষম ব্যক্তিদের বাড়িতে বসে ভোটদান এর সুযোগ করে দিতে নির্বাচন কমিশন এই প্রদ্ধতি গ্রহণ করেছে।
বাঁকুড়া জেলায় দুটি লোকসভা কেন্দ্র বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভায় ভোট গ্রহণ হবে আগামী ২৫ মে। তার আগেই বর্ষীয়ান নাগরিকদের ভোট গ্রহণ শুরু হলো। আজ সকালে এই ভোট গ্রহণ কাজে যুক্ত সরকারি দল বিভিন্ন এলাকায় গিয়ে ভোটের ব্যালটপত্র তুলে দেন।এজন্য নির্বাচন কমিশন ঘোষিত ১২ডি ফর্ম পূরণ করে হোম ভোটিং এর জন্য আবেদন জানানোর নিয়ম রয়েছে।
জেলা শাসক সিয়াদ এন জানান, জেলায় দুটি লোকসভায় প্রায় বারো হাজার বর্ষীয়ান ও বিশেষ ভাবে অক্ষম ভোটার রয়েছেন। আজ থেকে আগামী ২১ তারিখ পর্যন্ত এই প্রক্রিয়া চলবে।