“ভুয়ো হাজিরা দেখিয়ে ১০০ কোটি টাকা লুট করেছে তৃণমূল,” মিড ডে মিলে দুর্নীতি প্রসঙ্গে শাসক দলকে আক্রমণ শুভেন্দুর

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১২ এপ্রিল: উত্তর দিনাজপুরের সভা থেকে তৃণমূলকে পরাস্ত করার ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ বুধবার কালিয়াগঞ্জের প্রতিবাদ ক্লাবের ফুটবল মাঠে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি৷ নিয়োগ দুর্নীতি থেকে পঞ্চায়েত নির্বাচন, বিভিন্ন ইস্যুতে শাসক দলকে বিঁধলেন বিরোধী দলনেতা৷

পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষিত না হলেও কোমর বেঁধে নেমে পড়েছে শাসক বিরোধী সব পক্ষই। বুধবার বাঁকুড়ায় যখন সভা করে কেন্দ্রকে আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন উল্টোদিকে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের সভা থেকে পালটা রাজ্য থেকে তৃণমূলকে উৎখাতের ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বিকেলে কালিয়াগঞ্জের প্রতিবাদ ক্লাবের ফুটবল মাঠে আয়োজিত সভায় ঝাঁঝালো বক্তব্য রাখতে উঠে নিয়োগ দুর্নীতি নিয়ে শাসক দলকে আক্রমণ করেন। তিনি বলেন, কন্যাশ্রী, রুপশ্রী, সবুজ সাথীর লোভ দেখিয়ে সভায় কাউকে আনা হয়নি। ভাইপোর মতন হেলিকপ্টার নিয়েও এই সভা নয়, এই সভা মানুষের।

নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, সারা রাজ্যের সঙ্গে উত্তর দিনাজপুর থেকেও ওএমআর শিটে কারচুপি করে বস্তা বস্তা টাকা তুলে কলকাতায় পাঠানো হয়েছে। এদিনের মঞ্চ থেকে কয়েকজন এজেন্টের নাম খোলসা করেন শুভেন্দু অধিকারী। গত ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচন নিয়ে তৃণমূকে একহাত নেন শুভেন্দু অধিকারী৷ ভোটে গণতন্ত্রকে লুট করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। কাঠগড়ায় তোলেন তৎকালীন জেলা প্রশাসনকেও। পদ্মফুলের ভোট লুট করা হয়েছে বলে অভিযোগ করেন দাপুটে এই বিজেপি নেতা। মিড ডে মিল প্রকল্পে দুর্নীতির অভিযোগ যে সামনে এসেছে তা নিয়েও এদিনের সাংবাদিক সন্মেলনে সরব হন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ভুয়ো হাজিরা দেখিয়ে প্রকল্পের ১০০ কোটি টাকা লুট করেছে তৃণমূল। এই দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *