আমাদের ভারত, ব্যারাকপুর, ৩১ জুলাই:
এক ভাইরাল ভিডিও মাধ্যমে আবার কাঠগড়ায় উঠলো তৃণমূল কাউন্সিলর। সম্প্রতি বিজেপি নেতা কৌস্তব বাগচী একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছেড়েছেন, যাতে দেখা যাচ্ছে ব্যারাকপুরের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও তার ছেলে উর্দি ধারি এক পুলিশ কর্মীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করছে। এই ভিডিও সোশাল মিডিয়ায় ছাড়তেই ভাইরাল হয়েছে। আর এর জেরে তৃণমূলের কাউন্সিলরের প্রভাব প্রতিপত্তি নিয়ে উঠছে প্রশ্ন। যদিও ভিডিও টির সত্যতা যাচাই করিনি আমরা।
জানা যাচ্ছে, গত ৩০ শে এপ্রিল ব্যারাকপুর গঙ্গোত্রী পাড়ার বাসিন্দা ব্যারাকপুরের ট্রাফিক গার্ডের পুলিশ কর্মী ওঙ্কার বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর সাথে তৃণমূলের ব্যানার লাগানো নিয়ে গণ্ডগোল হয় ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রমেশ সাউয়ের। ঘটনা জানতে পেরে পুলিশ কর্মী নিজের বাড়ি যান। অভিযোগ, সেই সময় কাউন্সিলর রমেশ সাউ ও তার ছেলের সাথে ওই পুলিশ কর্মীর বচসা বাঁধে, আর যা ধীরে ধীরে হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। কাউন্সিলর ও তার ছেলে ওই পুলিশ কর্মীর ওপর চড়াও হয়ে তাকে মারধর করে।
আর এই ঘটনার ভিডিও কৌস্তব বাগচী ভাইরাল করে দেন। এই বিষয়ে বিজেপি নেতা কৌস্তব বাগচী বলেন, “পুলিশের উর্দি পড়া এক পুলিশ কর্মীকে রাস্তায় ফেলে মারধর করে তৃণমূল কাউন্সিলর রমেশ সাউ। এপ্রিল মাসে ঘটনাটি ঘটলেও পুলিশ এখনো কোনও ব্যবস্থা নেয়নি। এই রাজ্যে সাধারণ মানুষের কোনও নিরাপত্তা নেই তা আমরা জানি। আর এখন দেখছি পুলিশদেরও কোনও নিরাপত্তা বা সন্মান কিছুই নেই।
ওপর দিকে অভিযুক্ত কাউন্সিলরের পাল্টা দাবি, যে পুলিশ কর্মীকে মারধর করার অভিযোগ আনা হচ্ছে সে এবং তার স্ত্রী কাউন্সিলর ও তার লোকেদের ওপর বঁটি নিয়ে চড়াও হয়েছিল।