তৃণমূল কাউন্সিলের দাদাগিরি, মিষ্টির দোকান বন্ধ করতে পুলিশকে বাধা

আমাদের ভারত, হুগলী, ২৪ মার্চ: উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষালের ছায়া সঙ্গী তথা কোন্নগর পৌরসভার কাউন্সিলর তন্ময় দেবের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠল। করোনার জেরে রাজ্যে সরকারের নির্দেশে লকডাউন চলছে। এই অবস্থায় কোন্নগরে দেশপ্রাণ মিষ্টান্ন ভান্ডারের মালিক দোকান খোলা রেখে দেদার ব্যবসা চালাচ্ছেন। সেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। উত্তরপাড়া থানার পুলিশ মিষ্টির দোকান বন্ধ করতে গেলে কোন্নগর পৌরসভার কাউন্সিলর তন্ময় দেব বাধা দেন। শুধু বাঁধা নয় পুলিশকে হেনস্থা পর্যন্ত করে বলে অভিযোগ। রাজ্যের শাসক দলের কাউন্সিলরের এই ভূমিকায় নিন্দার ঝড় সব মহলে।

পুলিশ সূত্রে খবর IPC ১৮৮ এবং অন্যান্য ধারায় মামলা দেওয়া হয়েছে অভিযুক্ত কাউন্সিলরকে। কোন্নগরের সাধারণ মানুষের অভিযোগ, জন প্রতিনিধি হয়ে যদি আইন না মানেন তাহলে সাধারণ মানুষ কি শিক্ষা নেবেন ওঁনার থেকে।

ওই কাউন্সিলরকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।থানায় বসে কাউন্সিলর নিজের ঔদ্ধত্য দেখায় বলে অভিযোগ। ফোন করে দলের নেতাদের জানানোর চেষ্টা করলে পুলিশ সেই ফোনটি কেড়ে নেয়। পুলিশের এই ভূমিকায় সাধুবাদ জানিয়েছেন কোন্নগরের বিশিষ্ট মানুষরা।যদিও পরে থানা থেকেই ব্যক্তিগত বন্ডে জামিন হয় অভিযুক্ত কাউন্সিলরের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *