পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ অক্টোবর: দুর্গোৎসব শেষে দলের নির্দেশে রাজ্যের প্রতিটি ব্লকে ‘বিজয়া সম্মেলন’ আয়োজনের নির্দেশ জারি করেছিল তৃণমূল কংগ্রেস। সেই নির্দেশ মেনেই ডেবরা ব্লকে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য বিজয়া সম্মেলন। এই সম্মেলনের আয়োজন করে ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেস।
ডেবরা অডিটোরিয়াম হলে আয়োজিত এই অনুষ্ঠান ঘিরে এলাকায় উৎসবের আমেজ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি অজিত মাইতি, ডেবরা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাধাকান্ত মাইতি, ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ কর-সহ অন্যান্য নেতৃত্ব।
বক্তব্য রাখতে গিয়ে নেতারা দলের সাংগঠনিক পরিকাঠামো মজবুত করার বার্তা দেন। পাশাপাশি, আসন্ন নির্বাচনগুলিকে সামনে রেখে দলীয় কর্মীদের আরও সক্রিয় ও জনসংযোগ বাড়ানোর নির্দেশ দেন নেতৃত্বরা।

সভায় বক্তারা আরও জানান, তৃণমূল কংগ্রেস শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয়, এটি বাংলার মানুষের আবেগ ও আত্মবিশ্বাসের নাম। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মডেলকেই জনসাধারণের কাছে আরও বেশি করে তুলে ধরার উপর জোর দেওয়া হয়। অনুষ্ঠানে এলাকার বহু কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
বিজয়া সম্মেলনের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও একে অপরকে বিজয়ার প্রণাম জানিয়ে অনুষ্ঠানের শুভসমাপ্তি ঘটে।

