রাজেন রায়, কলকাতা, ৯ জানুয়ারি: বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাংলায় বাড়ছে বিজেপি-র কেন্দ্রীয় নেতাদের আনাগোনা, আর তাকে কেন্দ্র করেই বিজেপি-তৃণমূলের মধ্যে চলছে কটাক্ষ আর পাল্টা কটাক্ষ৷ বহিরাগত তত্ত্বের পর এবার বিজেপি-র বিরুদ্ধে নতুন আক্রমণ শানাল তৃণমূল৷
“বঙ্গ বিজেপি নেতারা কোনওদিনই মানুষের পাশে ছিলেন না। তারা নিজেদের প্রস্তুত করতে পারেননি আর সেই কারণে তাদের বাইরের পর্যটক নেতাদের দরকার পড়ছে।”
এই ভাষাতে এদিন রাজ্য বিজেপি কে আক্রমণ করে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, ‘রাজ্য বিজেপি এখন তিন ভাগে বিভক্ত– আদি, নব্য এবং পর্যটক৷ পর্যটক বিজেপি নেতাদের ভিড় বাড়ছে রাজ্যে৷’
এদিনই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ফের রাজ্য সফরে এসেছেন৷ পূর্ব বর্ধমানে মূলত কৃষকদের সঙ্গে জনসংযোগ সারেন তিনি৷ কৃষক পরিবারে মধ্যাহ্নভোজও সারেন তিনি৷ এই কর্মসূচিকেও কটাক্ষ করেছে তৃণমূল৷
এদিন কাকলি ঘোষ দস্তিদার বলেন, ‘একদিকে জাত, ধর্ম তুলছে, অন্যদিকে মানুষের বাড়িতে গিয়ে খাওয়ার নামে প্রচার করছে৷ জাত, পাত, ধর্মের রাজনীতি করে যার বাড়িতে গিয়ে বিজেপি নেতারা খাচ্ছেন, প্রকারন্তরে সেই মানুষটিকেই অপমান করছেন তাঁরা৷ ‘

