Sujoy Hazra, TMC, “গ্রামবাসীদের চাহিদাকে অগ্রাধিকার দেব,” কর্ণগড়ের বাসিন্দাদের প্রতিশ্রুতি দিলেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায়কে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা ভোটারদের সঙ্গে জনসংযোগ করলেন। শালবনী ব্লকের কর্ণগড়ে ভোট প্রচার করলেনন। এই কর্মসূচির লক্ষ্য ছিল, এলাকাবাসীর সমর্থনকে আরও জোরদার করা এবং গ্রামীণ এলাকার উন্নয়নে তৃণমূল কংগ্রেসের প্রতিশ্রুতিকে তুলে ধরা।

পুরো প্রচারাভিযানজুড়ে, সুজয় হাজরা এবং দীনেন রায় বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ করেন। তাদের সমস্যার কথা শুনেছেন এবং ওই অঞ্চলে স্থায়ী উন্নয়নের জন্য তৃণমূল কংগ্রেসের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। দলের নেতারা ইতিবাচক পরিবর্তনের জন্য এলাকাবাসীর আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় পরিকাঠামো, স্বাস্থ্য পরিষেবা এবং শিক্ষার উন্নয়নে তাদের প্রতিশ্রুতি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *