আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২১ আগস্ট:
সোমবার ব্যারাকপুর প্রশাসনিক ভবনে মনোনয়ন পত্র দাখিল করলেন নৈহাটি উপনির্বাচনের তৃণমূল প্রার্থী সনৎ দে। তৃণমূল প্রার্থীর সঙ্গে এদিন ছিলেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক, জগদ্দল ও বীজপুরের বিধায়ক যথাক্রমে সোমনাথ শ্যাম ও সুবোধ অধিকারী। মনোনয়ন জমা দেবার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী সনৎ দে দাবি করেন, জেতার ব্যাপারে তিনি দু’শো শতাংশ আশাবাদী। তাঁর মতে, উপনির্বাচনে আর জি কর কাণ্ডের কোনও প্রভাব পড়বে না।
অপরদিকে সাংসদ পার্থ ভৌমিক বলেন, রাজ্যের ছয়টি কেন্দ্রের উপনির্বাচনে মানুষ উন্নয়নের পক্ষে রায় দেবেন। উত্তর ২৪ পরগনার দুটি আসনে বিপুল ভোটে দলীয় প্রার্থীরা জয়লাভ করবে। বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, জয় নিশ্চিত। শুধু বিজেপির জামানত জব্দ করাই তাদের মূল লক্ষ্য।