June Malia, TMC, নীল ষষ্ঠীর দিন শিব মন্দিরে গিয়ে গ্রামের লক্ষ্মীদের উন্নয়নের বার্তা দিলেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২
গ্রামের পর গ্রাম ঘুরে নীল ষষ্ঠীর দিন শিব মন্দিরে গিয়ে গ্রামের লক্ষ্মীদের উন্নয়নের বার্তা দিলেন মেদিনীপুর লোকসভার তৃণমূল প্রার্থী জুন মালিয়া।

মেদিনীপুর সদর ব্লকের পথরা, বাজপাড়া, পালজাগুল, রঘুনাথপুর, মুন্সিপাটনা গ্রামে যান। এদিন গ্রামের শিব মন্দিরগুলিতে ছিল নীল ষষ্ঠী উপলক্ষে শিবের মাথায় জল ঢালার জন্য মহিলাদের ভিড়। কয়েকটি শিব মন্দিরে গিয়ে পুজো দেন। সকলের সুস্থতা কামনা করেন।
পথ সভায় জানান, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহিলাদের লক্ষ্মীর সম্মান দিয়ে তাঁদের ‘লক্ষ্মীর ভান্ডার’ উপহার দিয়েছেন। দিদি সবসময় আপনাদের কথা ভাবেন। মহিলারা যাতে সমাজে এগিয়ে যান। তাঁরা যেন মাথা উঁচু করে চলতে পারেন, কারো কাছে নিচু হতে না হয় এজন্য সবরকম ব্যবস্থা করেছেন। কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, ঐক্যশ্রী সব দিয়েছেন।

জুন মালিয়া জানান, মুখ্যমন্ত্রী চান মহিলারা যাতে শিক্ষা সহ সমাজের প্রতিটি ক্ষেত্রে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারেন, তাঁরা যাতে ভালো থাকতে পারেন, সুস্থ থাকতে পারেন, তাদের যাতে উন্নতি হয় সেকথা ভাবেন। মহিলাদের জানান, আপনারাও দিদির জন্য প্রার্থনা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *