পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ এপ্রিল: বুধবার দিনভর প্রচার অভিযানে ঝাঁপিয়ে বেড়ালেন মেদিনীপুর লোকসভার তৃণমূল প্রার্থী জুন মালিয়া।
এদিন প্রথমে মেদিনীপুর লোকসভার অন্তর্গত খড়্গপুর গ্রামীণ বিধানসভার বাড়ুয়া গ্রামে সাতনারায়ণী মাতার মন্দিরে আশীর্বাদ নিয়ে জনসংযোগ কর্মসূচি সারেন।
এরপর খড়্গপুর গ্রামীণ বিধানসভার কেরানীচটিতে নির্বাচনী জনসংযোগ ও পথসভা করেন। এরপর খড়্গপুর গ্রামীণ বিধানসভার চন্ডীপুরে নির্বাচনী জনসংযোগ ও পথসভা করেন। প্রচারের ফাঁকে একটি বাড়িতে অন্নপ্রাসনের অনুষ্ঠানে যান। সেখানে শিশুকে কোলে নিয়ে আশীর্বাদ করেন।
আজ প্রচুর পরিমাণে মানুষ সামিল হয়েছিল পথসভায় ও প্রচার মিছিলে। জুন মালিয়া বলেন, বিজেপিকে এক ইঞ্চিও জমি ছাড়া হবে না।