পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ এপ্রিল: শালবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায়, শালবনী টোটো ইউনিয়নের (আইএনটিটিইউসি) উদ্যোগে, গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে শালবনীতে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। শিবিরে ৫০ জন রক্তদাতা রক্ত দান করেন।
রক্তদাতাদের উদ্বুদ্ধ করার জন্য উপস্থিত ছিলেন শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ, শালবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতিপ্রসাদ মাহাতো, রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ সিংহ, ব্লক নেতৃত্ব প্রশান্ত সানি, শালবনি ৩ নং অঞ্চলের প্রধান শক্তি রাণী ও অন্যান্য নেতৃত্ব।