পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ এপ্রিল: গতকাল শুক্রবার এবং আজ শনিবার মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া মেদিনীপুর লোকসভার অন্তর্গত এগরা, কেশিয়াড়ি, মেদিনীপুর পৌরসভার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডে জনসংযোগ কর্মসূচি এবং প্রচারে অংশগ্ৰহণ করেন।
গতকাল এগরা বিধানসভা এলাকায় সকাল থেকে সন্ধে পর্যন্ত জোরদার প্রচার চালান। এদিন জুন মালিয়া শুরুতে পানিপারুল এলাকায় প্রচার চালান। নেগুয়া গ্রাম পঞ্চায়েতের মির্জাপুরে বিজেপি ও অন্য দল ছেড়ে শতাধিক ব্যক্তি তৃণমূলে যোগ দেন। সেখানে দলীয় অফিসে তাদের হাতে শাসক দলের পতাকা তুলে দেন জুন মালিয়া। সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক তরুণকুমার মাইতি, জেলা পরিষদ সদস্য শান্তনু নায়ক সহ অন্য নেতারা। পরে বিকেলে পাঁচরোল, সাহাড়া, জুমকি এলাকায় তিনি কর্মিসভা করেন। সন্ধ্যায় এগরা শহরে মিছিলের মধ্য দিয়ে জনসংযোগ করেন।
জুন মালিয়া বলেন, প্রচারে মানুষের কাছ থেকে ভালোই সাড়া পাচ্ছি। মানুষ যেভাবে তৃণমূলকে সমর্থন করছেন, তাতে আমি আপ্লুত। আজ সকালে কেশিয়াড়ি বিধানসভার অন্তর্গত ঘৃতগ্ৰাম, বাঘাস্তি সহ বিভিন্ন অঞ্চলে প্রচার কর্মসূচি করেন। ঘৃতগ্ৰাম অঞ্চলে ধান কাটার সময় স্থানীয় চাষিদের সঙ্গে মতবিনিময় করেন। প্রার্থীকে সামনে পেয়ে খুশি সাধারণ মানুষ।