‘অকৃতদার’ প্রাক্তন নেতার জন্য ফেসবুকে ‘পাত্রী চাই’ বিজ্ঞাপন তৃণমূলের

রাজেন রায়, কলকাতা, ৫ জানুয়ারি: তৃণমূল শুধু দলের রাজনীতির নয়, তাদের নেতাদের মনের খবরও রাখে। এতটাই আন্তরিক দলের অন্তরের মেলবন্ধন। আর সেই কারণেই প্রাক্তন তৃণমূল নেতার জন্য পাত্রী চাই বলে ফেসবুকে বিজ্ঞাপন দিলেন তৃণমূলের মুখপাত্র সুদীপ রাহা। যদিও পাত্রের সম্বন্ধে যা লেখা রয়েছে পড়ার পর কোনও কন্যাদায়গ্রস্ত পিতা সাহস করে তার কন্যাকে এই পাত্রের হাতে তুলে দেবেন কিনা, তা নিয়ে রীতিমতো চলছে জল্পনা।


(সুদীপ রাহা)

তৃণমূলের মুখপাত্র সুদীপ রাহা সোমবার ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে কালোর ওপর বড় বড় হরফে লেখা ‘পাত্রী চাই’। ওই পোস্টেই পাত্রের পরিচয় দিয়ে লেখা রয়েছে, ‘পাত্র দালাল, জোচ্চোর, বেইমান, অকৃতজ্ঞ। সারক্ষণ মঞ্চে দাঁড়িয়ে আমি অকৃতদার, আমি অকৃতদার বলে চিৎকার করে।’ কে এই ‘অকৃতদার’? কার জন্য এই পাত্রী চাইয়ের বিজ্ঞাপন? সুদীপের উত্তর যিনি মঞ্চে দাঁড়িয়ে সারাক্ষণ ‘অকৃতদার’, ‘অকৃতদার’ করে চিৎকার করছেন, তাঁর জন্যই পাত্রী খুঁজছি। রাজনৈতিক মঞ্চে কেন তাঁকে বার বার অকৃতদার থাকার কথা বলতে হচ্ছে? যখন সারা রাজ্যের মানুষ বাস ভাড়া বৃদ্ধি নিয়ে নাজেহাল হয়েছিল, বাস মালিকরা সমাধান চেয়েছিলেন, তাঁকে খুঁজে পাওয়া যায়নি।”

https://m.facebook.com/story.php?story_fbid=416896339362397&id=100031261026811

হ্যাঁ ঠিকই ধরেছেন। এই অভিনব বিজ্ঞাপন সদ্য তৃণমূল দলত্যাগী এবং বিজেপিতে যোগদানকারী নেতা শুভেন্দু অধিকারীর বিষয়ে। মেদিনীপুরের যোগদান সভা থেকে শুভেন্দু বলেছিলেন, ‘তোলাবাজ ভাইপো হঠাও’। এরপর একের পর এক সভায় তিনি কখনও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে বিঁধেছেন ‘খিদিরপুরকে মিনি পাকিস্তান বলা মন্ত্রী’ বলে, কখনও আবার তাঁর বাক্যবাণের নিশানা হয়েছেন ‘তোলাবাজ ভাইপোর জ্যেঠু’ অধ্যাপক-সাংসদ সৌগত রায়’। হরিশ চ্যাটার্জি স্ট্রিট আর দক্ষিণ কলকাতার নেতারাই সব দখল করে রেখেছে, জেলার লোকেরা ব্রাত্য। এই বিস্ফোরক অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। তার প্রত্যুত্তরে রাজনৈতিক আক্রমণ ছাড়াও তার সভায় বলা এই বক্তব্যকে ঘিরে তির্যক পোস্ট তৃণমূল মুখপাত্র সুদীপ রাহার।

সুদীপ বলেন, উঁনি ‘মেদিনীপুরের কুলাঙ্গার। সতীশ সামন্ত, মাতঙ্গিনী হাজরা, বিদ্যাসাগরের নাম তাঁর মুখে মানায় না। ৯টা পেট্রোল পাম্প, কলকাতায় ৪ টে ফ্ল্যাট, একসময়ে ৩৫‌টা পদের অধিকারী ছিলেন, এখন অবশ্য ন্যাকামি করে বলেন যে উনি নাকি বঞ্চিত। কোনও পাত্রী ইচ্ছুক হলে কল করুন ৪২০-৪২০-৪২০-৪ নম্বরে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *