সারদা মায়ের ১৬৮-তম জন্মতিথিতে করোনা আবহে ভক্তশূন্য বাগবাজারে মায়ের বাড়ি

রাজেন রায়, কলকাতা, ৫ জানুয়ারি: রাজনীতি ধীরে ধীরে গ্রাস করে নিয়েছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মননকেও। করোনা পরিস্থিতি থাকার পরেও সাধারণ মানুষ রাজনৈতিক মিটিং মিছিলে অংশগ্রহণ করছেন। কিন্তু আজ মঙ্গলবার সারদা মায়ের ১৬৮-তম জন্মতিথি, তা বিস্মৃত হয়ে গেল সাধারণ মানুষের কাছে। রামকৃষ্ণ মঠ ও মিশন, বেলুড় মঠ সহ কলকাতার বাগবাজারে সমস্ত কেন্দ্রেই পালিত হচ্ছে সারদা মায়ের জন্ম দিবস। তবে এবছর করোনা আবহের জেরে ভক্তশূন্য কলকাতার বাগবাজারে সারদা মায়ের বাড়ি।

তবে বেশ জাঁকজমক ভাবেই পালিত হচ্ছে দিনটি। মায়ের জন্মতিথি উপলক্ষ্যে আয়োজিত হয়েছে বিশেষ পুজো-প্রার্থনার। সঙ্গে হবে হোম-যজ্ঞ। উল্লেখ্য, এদিন উল্লেখিত সকল স্থানেই নানা অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

প্রসঙ্গত, মা সারদা দেবী দীর্ঘদিন বাগবাজারে মায়ের বাড়িতে ছিলেন। ১৯০৯ থেকে ১৯২০ পর্যন্ত এর দোতলায় একটি ঘরে তিনি থাকতেন। এটি ঠাকুরঘর হিসাবে পরিচিত। জয়রামবাটির পর বাগবাজারের বাড়িতেই তিনি জীবনের সবচেয়ে বেশি সময় কাটিয়েছিলেন। ‘উদ্বোধন-এর কার্যালয় ছিল এটি। প্রতি বছর মঙ্গলারতি দেখতে ভোর থেকে পূন্যার্থীরা ভিড় করেন। সঙ্গে পুজো দেন ও প্রার্থনা করেন। কিন্তু এবছর করোনার আবহে সে রকম হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *