অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২০ মে:
পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংসের লক্ষ্যে ভারতীয় সেনাবাহিনীর প্রত্যাঘাত মূলক পদক্ষেপের সফলতাকে কুর্নিশ জানাতে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর বাজারে হলো ১২০ ফুট জাতীয় পতাকা নিয়ে তিরঙ্গা পদযাত্রা। করলো গোপীবল্লভপুর রাম নবমী উদযাপন কমিটি এবং গোপীবল্লভপুর টোটো ইউনিয়নের সদস্যরা।
মঙ্গলবার বিকেলে এই তিরঙ্গা পদযাত্রা হয়। ১২০ ফুটের জাতীয় পতাকা সঙ্গে নিয়ে পুরো গোপীবল্লভপুর বাজার পরিক্রমা করা হয়। কর্মসূচি থেকে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করার জন্য ভারতীয় সেনাবাহিনীর দক্ষতাকে কুর্নিশ জানানো হয়। পাশাপাশি জঙ্গি মদতে পাকিস্তানের ভূমিকাকে ধিক্কার জানানো হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর রাম নবমী উদযাপন কমিটির সম্পাদক সুমন্ত মহান্তি, দেব প্রকাশ দাস, স্বপন রথ সহ আরো অনেকে।