আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৭ জুলাই: আড়াই’শো চারা গাছ দত্তক নিয়ে বড় করার শপথ গ্রহণ করলো জলপাইগুড়ির বিভিন্ন সরকারি অফিসের ইঞ্জিনিয়ার মহল। বুধবার প্রগেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে শহরের ক্লাব রোডে এক বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করা হল। এদিনের কর্মসূচি থেকে বিভিন্ন ধরণের গাছ গান্ধী মূর্তির পাদদেশ থেকে কিং সাহেব ঘাট পর্যন্ত রোপণ করা হল। সব গাছ যেন বেঁচে থাকে এরজন্য গাছে ব্যারিকেড লাগিয়ে দেওয়া হচ্ছে উদ্যোক্তাদের পক্ষ থেকে।
উদ্যোক্তাদের দাবি, রাজ্যজুড়ে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। জলপাইগুড়ি জেলার ১৫-১৭ জুলাই এই কর্মসূচি চলছে। ১৫ জুলাই মালবাজারের পূর্ত দফতরে বৃক্ষরোপণ করা হয়, ১৬ জুলাই মেখলিগঞ্জ, হলদিবাড়িতে এছাড়া
ধুপগুড়ি, গয়েরকাটাতে বৃক্ষরোপণ করা হয়েছে। এদিন জলপাইগুড়ি ক্লাব রোডের পাশাপাশি ইঞ্জিনিয়ার কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়। অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির এক্সিকিউটিভ সদস্য শুভদীপ চট্টোপাধ্যায় বলেন, “আমরা আড়াইশো গাছ দত্তক নিয়েছি। গাছ দেখভাল আমরা করবো। একটি গাছ মারা গেলে আরও একটি রোপণ করা হবে।”
এদিকে কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর পূর্ব মন্ডলের সেচ ও জল অধিকার দফতরের মুখ্য বাস্তকার কৃষ্ণেন্দু ভৌমিক। তিনি বলেন, “বৃক্ষরোপণ আমাদের সকলের করা উচিত। বিভিন্ন অনুষ্ঠানে চারা গাছ বিতরণ করাটা ভাল।”
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মণ, পুরসভার উপ পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়। তাঁরাও বৃক্ষ রোপণ করেছেন।