Training, industrial plant, শিল্প কারখানায় উঁচুতে কাজ করার সময় সাবধানতা বিষয়ে শ্রমিকদের প্রশিক্ষণ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ জুন: সম্প্রতি খড়্গপুরের রশ্মি মেটালিক্স কারখানায় উঁচুতে উঠে কাজ করতে গিয়ে পড়ে গিয়ে মৃত্য হয় এক শ্রমিকের। আহত হন আরো দু’জন। তাই বৃহস্পতিবার খড়্গপুরের গোকুলপুর এলাকার একটি কারখানায় উঁচুতে কাজ করার সময় কী কী সাবধানতা অবলম্বন করতে হবে সেই বিষয়ে শ্রমিকদের নিয়ে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এতে শ্রমিকদের বিপজ্জনক স্থানে উঠে কাজ করার সময় কী কী নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে তা শ্রমিকদের জানানোর পাশাপাশি হাতে কলমে তা দেখানোও হয়। এদিন ২০০ জন শ্রমিক যারা খুব উঁচুতে উঠে কাজ করেন তাদের হাতে কলমে হাতে কলমে এই প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প উন্নয়ন পর্ষদের যুগ্ম অধিকর্তা শান্তনু ব্যানার্জি, ডেপুটি ডিরেক্টর সবুজ শীল, রশ্মি গ্রুপের ডিরেক্টর অভিজিৎ রায়, জেনারেল ম্যানেজার মুকুটমণি ঘোষ, ডেপুটি জেনারেল ম্যানেজার তপন নাথ।

শান্তনু ব্যানার্জি জানান, রাজ্য সরকারের কাছে প্রত্যেক শ্রমিকের জীবন মূল্যবান। শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সমস্ত রকম পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *