পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: বাংলা নববর্ষের দিন এক নতুন উদ্দীপনা নিয়ে সেজে উঠলো পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা দু’নম্বর ব্লকের চাঁদাবিলা সাগেন গাঁওতা ময়দান। জানা গিয়েছে, ফ্রেন্ড ফুটবল অ্যাকাডেমি হুমগড় ২০২৫ সালের তাদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করছে। এই বিশেষ মুহূর্তে হুমগড়ের প্রতিটি প্রান্তে ফুটবলের উন্মাদনা ছড়িয়ে পড়েছে।
আজ, নববর্ষের দিনে অ্যাকাডেমির প্রশিক্ষণ শুরুর অনুষ্ঠানে উৎসাহী খেলোয়াড় এবং শুভানুধ্যায়ীদের এক মিলনমেলা দেখা যায়। নতুন স্বপ্ন আর উদ্দীপনা নিয়ে তরুণ ফুটবলাররা মাঠে নামে তাদের প্রশিক্ষণ গ্রহণের জন্য। এই বিশেষ দিনে হুমগড় ইয়ুথ কমিউনিটির পক্ষ থেকে ফ্রেন্ড ফুটবল অ্যাকাডেমি হুমগড়কে উষ্ণ অভিনন্দন ও অফুরন্ত ভালোবাসা জানানো হয়। এক শুভেচ্ছা বার্তায় হুমগড় ইয়ুথ কমিউনিটির সদস্যরা অ্যাকাডেমির এই নতুন যাত্রার সাফল্য কামনা করেন। তারা আশা প্রকাশ করেন যে, ফ্রেন্ড ফুটবল অ্যাকাডেমির হাত ধরে একদিন হুমগড়ের ফুটবল বিশ্ব মঞ্চে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হবে।
হুমগড় ইয়ুথ কমিউনিটির পক্ষ থেকে জানানো হয়েছে, “ফ্রেন্ড ফুটবল অ্যাকাডেমির এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। আমরা তাদের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি এবং বিশ্বাস করি তাদের প্রশিক্ষণে হুমগড়ের তরুণ প্রজন্মকে আরও উৎসাহিত করবে এবং ফুটবলের প্রতি তাদের আগ্রহ বৃদ্ধি পাবে।”
ফ্রেন্ড ফুটবল অ্যাকাডেমির এই প্রশিক্ষণ কার্যক্রম হুমগড়ের যুব সমাজের মধ্যে নতুন আশা জাগিয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় হুমগড়ের ফুটবল ভবিষ্যতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে এমনটাই আশা স্থানীয় ক্রীড়াপ্রেমীরা। নববর্ষের এই শুভ লগ্নে ফ্রেন্ড ফুটবল অ্যাকাডেমির এই নতুন যাত্রা নিঃসন্দেহে হুমগড়ের ক্রীড়াঙ্গনে এক নতুন মাইলফলক স্থাপন করবে।