আমাদের ভারত, দিঘা, ২৭ ডিসেম্বর: মাছ ধরতে যাওয়ার সময় ট্রলার ডুবে গেল দিঘা মোহনার কাছে। শুক্রবার সকালে যখন মাছ ধরতে বেরোচ্ছিল ট্রলারটি তখন একটি চরে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে এগারো জন মৎসজীবী ছিল। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দিঘা কোস্টাল থানার পুলিশ। দশজন মৎস্যজীবী উদ্ধার হলেও একজন মৎস্যজীবী নির্মল দাস ট্রলারের মধ্যে আটকে পড়ে। বিষয়টি কোস্টাল থানা পুলিশকে জানানো হলে তড়িঘড়ি দুটো ট্রলার নিয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে যায়। অনেক চেষ্টা করে ট্রলারটিকে উল্টিয়ে দীর্ঘ দু’ঘণ্টা পর ওই মৎস্যজীবীকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।