সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ১৭ জানুয়ারি: যত দিন যাচ্ছে তত পাচারের নতুন নতুন কায়দায় বার করছে পাচারকারীরা। এবার নামী ব্র্যান্ডের মশলার প্যাকেটে ভরে হেরোইন পাচার করতে গিয়ে ধরা পড়ল নদিয়ার এক কুখ্যাত মাদক পাচারকারী হাসিবুর রহমান। ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ২ কেজি হেরোইন। আন্তর্জাতিক বাজার দর অনুযায়ী যার মূল্য প্রায় ৫ কোটি টাকা।
কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ) সূত্রে খবর, পূর্ব যাদবপুর থানা এলাকার পূর্বালোক এলাকায় হেরোইন নিয়ে আসা হবে এমন খবর আগেই পেয়ে গিয়েছিলেন গোয়েন্দারা। সেইমতো তারা আশেপাশে অপেক্ষা করছিলেন। যথাসময়ে নদিয়ার কালীগঞ্জের বাসিন্দা হাসিবুর রহমান ঘটনাস্থলে এলে তাকে পাকড়াও করা হয় । তার কাছ থেকে দু’টি নামী ব্র্যান্ডের মশলার প্যাকেট পাওয়া যায়। আর সেই প্যাকেট খুলতেই বেরিয়ে পড়ে ৫ কোটি টাকার হেরোইন।
মুর্শিদাবাদের লালগোলা এলাকা থেকে ওই হেরোইন সংগ্রহ করে কলকাতায় এক মাদক পাচারকারীকে পৌঁছে দেওয়ার কথা ছিল হাসিবুরের। এর আগেও তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।