কৃষি আইনের বিরুদ্ধে ট্রাক্টর র‍্যালি গোপীবল্লভপুরে

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৯ জানুয়ারি: কৃষি আইনের বিরুদ্ধে ট্রাক্টর র‍্যালি করে প্রতিবাদ কর্মসূচি তৃণমূলের। ১০৪টা বুথের প্রতিটা বুথ থেকে ১টা করে ট্রাক্টর নিয়ে মিছিল করল তৃণমূলের কৃষক সংগঠন। আজ এই মিছিলে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের প্রাক্তন সাংসদ তথা তৃণমূলের মুখপাত্র ডাঃ উমা সরেন, নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু, গোপীবল্লভপুর ১ নং ব্লক তৃণমূলের সভাপতি হেমন্ত ঘোষ, কিষাণ ক্ষেতমজুর সংগঠনের সভাপতি গৌতম বারিক। এই প্রতিবাদ মিছিলে এলাকার চাষিদের যোগদান ছিল চোখে পড়ার মত।

ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের ছাতিনাশোল থেকে ওড়িশার সীমানা জামশোলা বডার পর্যন্ত প্রায় ২৫ কিমি রাস্তায় ট্রাক্টর মিছিল হয়। অভিনব এই প্রতিবাদ মিছিল দেখতে এলাকায় যথেষ্ট উৎসাহ ছিল।

এই র‍্যালি গোপীবল্লভপুর যাত্রা ময়দানে গিয়ে শেষ হয়। সেখানে প্রাক্তন সাংসদ বলেন, কৃষকদের অধিকার রক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, তাঁর ২৬ দিন অনশন কৃষকদের অধিকার রক্ষা করেছে। তাই দেশের কৃষকদের কাছে উনি মা। আজ কৃষকরা বিপন্ন, তাই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এবং তার দলের আমরা সবাই কৃষকদের পাশে আছি। কৃষকরাও জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় কখনও কাউকে তাদের অধিকার কেড়ে নিতে দেবেন না। সেই জন্যই আজ ট্টাক্টার রালি। যে আইন বিজেপি সরকার নিয়ে এসেছে এটা পুরোটাই কৃষক বিরোধী। যারা কৃষির সঙ্গে যুক্ত সেই কৃষক ভাইদের ধ্বংস করার একটা চক্রান্ত চলছে। কৃষকের যে নূন্যতম পাওনা সেই পাওনা থেকেও তারা বঞ্চিত হবে। তাই আমরা কৃষক বিরোধী কেন্দ্রীয় সরকার যে আইন নিয়ে এসছে তা প্রত্যাহারের দাবিতে এই মিছিল করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *