রাজেন রায়, কলকাতা, ২৯ জানুয়ারি: বিধানসভা ভোটের আগে বারবার করে বঙ্গ সফরের উপর জোর দিচ্ছেন অমিত শাহ ও মোদী। এক মাসের ব্যবধানে ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার রাত
১১টা নাগাদ তাঁর বিমান কলকাতায় নামার কথা। এ দিন কোনও কর্মসূচি না থাকলেও শনিবার সকাল থেকেই ঠাসা অনুষ্ঠান রয়েছে অমিত শাহের। রয়েছে রাজনৈতিক সভাও। সফরের দ্বিতীয় দিন অর্থাৎ রবিবার গোটা দিন কাটিয়ে সন্ধ্যায় রাজধানী ফিরে যাবেন তিনি।
একনজরে দেখে নিন কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পূর্ণাঙ্গ সফরসূচি…
শুক্রবার রাত ১১টায় কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে অমিত শাহের বিমান। সেখান থেকে সোজা কলকাতার একটি পাঁচতারা হোটেলে চলে যাবেন।
৩০ জানুয়ারি, অর্থাৎ শনিবার সকাল ১০টা ৪৫ নাগাদ তিনি পৌঁছে যাবেন নদিয়ার মায়াপুরে ইসকন মন্দিরে। সেখানে তিনি অনেকটাই সময় কাটাবেন। তাঁকে স্বাগত জানানোর জন্য সেখানে দুটি হাতিকে প্রস্তুত রাখা হতে পারে। প্রায় সাড়ে তিন ঘণ্টা সময় সেখানে থাকবেন তিনি। মধ্যাহ্নভোজন করবেন সেখানেই।
ইসকন মন্দির থেকে সোজা চলে যাবেন বনগাঁর ঠাকুরনগরে। সেখানে রাজনৈতিক সভা রয়েছে তাঁর। এরপর কলকাতা ফিরে আসবেন। সন্ধ্যা ৬টা ৪৫মি নাগাদ সায়েন্স সিটির প্রেক্ষাগৃহে বিজেপির আইটি সেলের কর্মীদের সঙ্গে ঘণ্টাখানেকের বৈঠক সারবেন তিনি। তারপর কেন্দ্রীয় বাহিনী রাজ্যে মোতায়েন করার সিদ্ধান্ত নিয়ে নিউটাউনে সিআরপিএফ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন।
তৃতীয় দিনের ব্যস্ততা থাকবে আরও বেশি। রবিবার সকাল ১১টায় প্রথমে ঋষি অরবিন্দের বাড়ি যাবেন। আধঘণ্টা সময় সেখানে কাটিয়ে ১১টা ৪৫মি নাগাদ পৌঁছে যাবেন ভারত সেবাশ্রম সংঘে। এরপরই দুপুর ১টা থেকে হাওড়ার ডুমুরজলাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সভা রয়েছে তাঁর। যেখানে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার কথা হাওড়ার একাধিক বিধায়ক সহ আরও অনেকের। সভা শেষে বেলুড়ের জুটমিল কর্মী বিষ্ণুপ্রসাদ রায়ের বাড়িতে দুপুরের খাবার খাবেন। এরপর বেলুড় মঠে প্রায় ৪৫ মিনিট থাকবেন। সব শেষে রবিবার সন্ধ্যে সাড়ে ৭টার বিমান ধরে দিল্লি ফিরে যাবেন তিনি।