Toto management system, যানজট নিয়ন্ত্রণে বাঁকুড়ায় চালু হলো টোটো ম্যনেজম‍্যন্ট সিস্টেম

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৭ জানুয়ারি: টোটোর বাড়বাড়ন্তে জেরবার সাধারণ মানুষ থেকে প্রশাসন। এবার টোটো নিয়ন্ত্রণে জেলা পুলিশ ও পৌরসভার উদ্যোগে চালু হলো টোটো ম্যানেজমেন্ট সিস্টেম। ২৬ জানুয়ারি বঙ্গবিদ্যালয় মাঠ থেকে আনুষ্ঠানিক ভাবে এই সিস্টেম- এর সূচনা করেন পৌরপ্রধান অলকা সেন মজুমদার।

বাঁকুড়া শহরে চলাচলকারী সমস্ত টোটোতে বিশেষ কিউ আর কোড যুক্ত নম্বর প্লেট লাগানো বাধ্যতামূলক করা হয়েছে। এই সিস্টেম প্রসঙ্গে পুলিশ সুপার বৈভব তেওয়ারী জানান, টোটোতে লাগানো কিউ আর কোড যুক্ত থাকায় কোথায় কত টোটো রয়েছে, কোথাও নিয়ম লঙ্ঘন করে যানজট করছে কি না ইত্যাদি বিষয়গুলি যেমন ট্রাফিক পুলিশের নজরে থাকবে, তেমনি যে কোনও যাত্রী টোটোতে উঠে কিউ আর কোড এর ছবি তুলে নিলেই টোটো সংক্রান্ত সমস্ত তথ্য জানতে পারবেন। কোনও কিছু টোটোতে ফেলে গেলে, কিংবা অসদাচরণ করলে পুলিশকে অভিযোগ জানালে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে।

পৌরপ্রধান অলকাসেন মজুমদার বলেন, বাঁকুড়া শহরে আনুমানিক এক হাজারের অধিক টোটো রয়েছে। এবার থেকে সমস্ত টোটোকে রেজিস্ট্রেশন করতে হবে। তখনই বিশেষ নম্বর প্লেট দেওয়া হবে। শুধুমাত্র শহরে বসবাসকারী টোটো মালিকদেরই রেজিস্ট্রেশন করা হবে। রেজিস্ট্রেশন ব্যাতীত কোনও টোটো শহরে চলাচল করতে পারবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *