বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার, সামনের পা’দুটি পাখনার মত

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৬ ডিসেম্বর: চোরা শিকারীর হাত থেকে বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার। কচ্ছপটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার মেছেদা মাছ আড়তে এক চোরা শিকারি প্রায় ১৫ কেজি ওজনের বিরল প্রজাতির সামুদ্রিক কচ্ছপ বিক্রি করতে নিয়ে আসে। মেছাদা আড়তের মৎস্য ব্যাবসায়ীরা ওই কচ্ছপটি আটকে রেখে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মধ্যক্ষ সিরাজ খানকে বিষয়টি জানায়। সিরাজ খান এসে বন দফতরকে জানায়। এসবের মধ্যে সুযোগ বুঝে চোরা শিকারি চম্পট দেয়।

আর এই বিরল প্রজাতির কচ্ছপটিকে দেখতে মাছ আড়তে ভিড় জমান উৎসুক মানুষজন। বিরল প্রজাতির কচ্ছপটিকে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়। এই বিরল প্রজাতির কচ্ছপটির সামনের পাদুটি পাখনার মত। হাঁটার সময় পাখনার ওপর ভরকরে হাঁটে। সমুদ্রে এই কচ্ছপটির দেখা পাওয়া যায়। তবে ওই চোরা শিকারি কচ্ছপটিকে কাঁথির কোনও জায়গা থেকে এনেছিল বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *