পার্থ খাঁড়া, আমাদের ভারত, ১৭ফেব্রুয়ারি:সন্দেশখালির ঘটনার প্রতিবাদে মশাল নিয়ে রাস্তায় নামল বিজেপি যুব ও মহিলা মোর্চা। “সন্দেশখালিকে বর্তমান শাসক দল যেভাবে জ্বালাচ্ছে তাতে জ্বলছে গোটা রাজ্য,” এমন কথাই বললেন পশ্চিম মেদিনীপুর বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি আশীর্বাদ ভৌমিক। আজ পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চা এবং মহিলা মোর্চার নেতৃত্বে একটি মশাল মিছিল করা হয়। প্রায় পাঁচ শতাধিক মহিলা এবং যুব মোর্চার কর্মী সমর্থক নিয়ে শহরের বটতলা চক এলাকা থেকে মিছিল বের হয়ে স্টেশন রোডে গিয়ে শেষ হয়। এই প্রতিবাদ মিছিলে শুধুমাত্র বিজেপির যুব সংগঠনের সদস্যরাই নয়, মহিলা সংগঠনের সদস্যরাও সামিল হয়েছিল।
সন্দেশখালির ঘটনার প্রতিবাদে প্রতিদিনই পুলিশের বিরুদ্ধে রাস্তায় নামা হবে বলেও জানায় যুব মোর্চার জেলা সভাপতি আশীর্বাদ ভৌমিক এবং মহিলা মোর্চার সভানেত্রী পারিজাত সেনগুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মুখপাত্র অরূপ দাস, মন্ডল সভাপতি দেবাশিস দাস সহ অন্যান্য নেতারা।