উত্তরবঙ্গে আজ দুই দলের বনধ চলছে একসঙ্গে

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৮ ডিসেম্বর:
রাজ্য সরকারের দুর্নীতির অভিযোগে বিজেপির ডাকে উত্তরবঙ্গে ১২ ঘন্টার ধর্মঘট চলছে। পাশাপাশি, কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে জেলাজুড়ে ধর্মঘট চলছে।

গতকাল বিজেপির যুব মোর্চার ডাকা শিলিগুড়ি উত্তরকন্যা অভিযান ঘিরে পুলিশের নির্মম অত্যাচারের অভিযোগে এবং একজন রাজবংশী সম্প্রদায়ের বিজেপি কর্মী মৃত্যুর প্রতিবাদে আজ উত্তরবঙ্গ জুড়ে ধর্মঘট চলছে। বিজেপির ডাকা এই বনধে রাস্তায় নামেনি কোনও যানবাহন, সরকারি কয়েকটি বাস চাললেও রাস্তায় নামেনি কোনও বেসরকারি বাস। বনধ প্রতিহত করতে রাস্তায় নামানো হয়েছে বিশাল পুলিশ বাহিনি। তবে বিজেপির ডাকা উত্তরবঙ্গের ১২ ঘন্টার বনধ পুরোপুরি সফল হয়েছে বলে দাবি, জেলা বিজেপি নেতৃত্বের। বনধ হয়েছে সর্বাত্বক। দোকানপাট হাট বাজার সবই ছিল বন্ধ রয়েছে।

পাশাপাশি, কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার দেশজুড়ে ভারত বনধে ব্যাপক সাড়া মিলেছে এরাজ্যের উত্তর দিনাজপুর জেলায়। অল ইন্ডিয়া কৃষক সমিতির পক্ষ থেকে রায়গঞ্জ শহরে বনধের সমর্থনে মিছিল করার পাশাপাশি শিলিগুড়ি মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক কিছুক্ষনের জন্য অবরোধ করে তারা বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে রায়গঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী মোতায়েন ছিল। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কৃষকদের ডাকা এই বনধে রাস্তায় নামেনি কোনও যানবাহন, খোলেনি কোনও দোকানপাট ও হাট বাজার। সরকারি অফিস খুললেও তাতে অন্যান্য দিনের তুলনায় হাজিরা ছিল একেবারেই কম। তবে বনধকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, ইসলামপুর, চোপড়া সহ উত্তর দিনাজপুর জেলার সর্বত্র প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *