রাজেন রায়, কলকাতা, ৭ ডিসেম্বর: ভাঙলেন তবু মচকালেন না মহুয়া মৈত্র। রবিবার নদিয়ার গয়েশপুরে দলীয় কর্মীদের বৈঠকে উপস্থিত সংবাদমাধ্যম সম্পর্কে সাংসদ মহুয়া মৈত্রের দু’পয়সার প্রেস মন্তব্য ঘিরে সোমবার সারাদিন বিতর্কের ঝড় বয়ে যায় সংবাদমাধ্যমে। অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবিতে সাংবাদিকদের সঙ্গে সরব হয় প্রেসক্লাবও।
কিন্তু মহুয়া তাঁর বক্তব্য থেকে সরেননি। সন্ধ্যায় মহুয়ার ‘হোয়াটসঅ্যাপ ডিপি’ দেখে বোঝা যায়, তিনি তাঁর মন্তব্য থেকে সরছেন না। নিজের করা মন্তব্যকে ‘সঠিক’ বলে দাবি করে ক্ষমা চেয়ে টুইটও করেন মহুয়া। সেখানে লেখা, ‘আই অ্যাপোলোজাইজ ফর দ্য মিন হার্টফুল অ্যাকিউরেট থিংস আই সেড (নিম্নমানের দুঃখজনক সঠিক কথা বলার জন্য আমি ক্ষমাপ্রার্থী)’।
তৃণমূল সাংসদের দাবি, তিনি সংবাদমাধ্যম সম্পর্কে কোনও মন্তব্য করেননি। বলেছেন, তাঁর দলের কিছু কর্মী নিজেদের ‘মুখ দেখাতে’ দলীয় বৈঠকে সংবাদমাধ্যমকে ডেকে এনেছিলেন। তিনি তাঁদের সমালোচনা করেছেন।