অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৮ আগস্ট: আজ ২২ শে শ্রাবণ। কবিগুরুর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে
কবিকে স্মরণ করে “একমুঠো স্বপ্ন পরিবার” অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া ১৫ জন ছাত্র ছাত্রীদের ১৫ সেট বই উপহার হিসেবে তুলে দিল। “সেরা মাধ্যমিক- ২১”পুরস্কারে। পুরস্কৃত করা হল আর্থিক ভাবে পিছিয়ে পড়া সেই সব ছাত্র ছাত্রীদের, যারা নিজেদের জ্ঞানের আলোয় আলোকিত করার দৃঢ় প্রত্যয়ে শত প্রতিকূলতা, দারিদ্রতাকে পরাজিত করে এবারের মাধ্যমিকে ভালো ফল করতে সক্ষম হয়েছেন।
এদিন গোপীবল্লভপুর- ১ নং ব্লকের ১১টি বিদ্যালয়ে মোট ১৫ জন আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্র ছাত্রীদের “সেরা মাধ্যমিক ২১” পুরস্কারে সম্মানিত করা হল। সাফল্যের পুরস্কার স্বরূপ প্রতেকক ছাত্র ছাত্রীরা যে বিষয়ে একাদশ শ্রেণিতে ভর্তি হবে সেই বিষয়ের প্রতেকটি বই তুলে দেওয়া হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নয়াবসান জনকল্যাণ বিদ্যাপীঠের মানবদরদী শিক্ষক হেরম্ব নাথ চক্রবর্তী, ছাতিনাশোল স্কুলের শিক্ষিকা মণিকা পাত্র, আশুই উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা অপর্ণা দাশ ও একমুঠো স্বপ্ন পরিবারের সদস্যরা।