আমাদের ভারত,৫ মার্চ:বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করেছে করোনাভাইরাস। চীন সহ সারা বিশ্বের একাধিক দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা এখনো পর্যন্ত তিন হাজার ছাড়িয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় ৯১ হাজারেরও বেশি মানুষ। কিন্তু এখনো পর্যন্ত এই ভাইরাসের কোনো ওষুধ বা প্রতিষেধক আবিষ্কার হয়নি। এই ভাইরাসের কবল থেকে বাঁচতে নানাধরনের সাবধানতার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-বলেছে নগদ লেনদেনের মাধ্যমে ছড়িয়ে পড়ছে করোনা।
কথায় বলে অর্থই অনর্থের মূল। করোনার ক্ষেত্রেও তাই হতে পারে। করোনা ভাইরাস থেকে বাঁচতে ডিজিটাল লেনদেনের পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHO-র পক্ষ থেকে জানানো হয়েছে নগদ আর্থিক লেনদেনের ফলে ছড়াতে পারে করোনা ভাইরাস তাই লেনদেন করুন ডিজিটালমাধ্যমে।
WHO-র পক্ষ থেকে জানানো হয়েছে এর ফলে কিছুটা হলেও ঠেকানো সম্ভব হবে এই মারণ ভাইরাসের বিস্তার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে নগদ আর্থিক লেনদেনের ফলে এক হাত থেকে আরেক হাতে দ্রুত ছড়িয়ে পড়তে পারে এই ভাইরাস।WHO-র এই পরামর্শের পরে ব্যাংক অফ ইংল্যান্ড তাদের গ্রাহকদের কাছে ডিজিটাল লেনদেন এর জন্য আবেদন জানিয়েছে।