সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২০ জুলাই: ডিভিসির মেজিয়া তাপবিদ্যুৎ প্রকল্পের কর্মী আবাসনে চুরি রুখতে কড়া পদক্ষেপ নিল কর্তৃপক্ষ। ফাঁকা আবাসন সিল করে দেওয়ার পাশাপাশি কড়া নজরদারির ব্যবস্থা নেওয়া হলো।
কর্মী আবাসনে গত ৩ মাসে দু-দু’বার চুরির ঘটনা ঘটায় আতঙ্কিত হয়ে পড়েন আবাসিকরা। পুলিশ প্রশাসনের কাছে বারবার অভিযোগ জানিয়েও কোনও কিনারা হয়নি। আবাসনের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার ডিভিসি কর্তৃপক্ষ আবাসনে প্রহরা বাড়ানোর পাশাপাশি ফাঁকা পড়ে থাকা আউট হাউসগুলি সিল করে দিলেন। ওইসব আউট হাউসে বহিরাগত কিছু লোকজন মাঝে মাঝে এসে ঢুকতে পারে। তাই সেগুলি সিল করে দেওয়ার দাবি তুলেছিলেন আবাসনে বসবাস লকারী কর্মীরা।
এবিষয়ে ডিভিসির মেজিয়া বিদ্যুৎ প্রকল্পের এস্টেট অফিসার জীতেন্দ্র কুমার সিনহা শুক্রবার তাদের আবাসনের প্রহরীদের দিয়ে বন্ধ থাকা আউট হাউসগুলি সিল করে দিলেন। তিনি বলেন, বিদ্যুৎ প্রকল্পের আবাসনে প্রাক্তন সেনা জওয়ানদের নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে। এরপর চুরির ঘটনায় আমরা অত্যন্ত সতর্কতা অবলম্বন করছি। প্রকল্পের ডিজিএম (প্রশাসন) নীরজ সিনহা সাহেবের নির্দেশ মত এদিন বন্ধ থাকা কিছু আউট হাউস সিল করা হল। এছাড়াও এবার সমস্ত আবাসনকে সিসিটিভি দিয়ে মুড়ে ফেলা হবে।