নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৬ মার্চ:
পুরোভোটের ঠিক আগে যাদবপুরে তৃণমূলের সংগঠনে থাবা বসালো বিজেপি। শুক্রবার যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রায় ১০০ জন রাজ্যের শাসক দলের কর্মী বিজেপিতে যোগদান করলো।
যাদবপুর বিধানসভা কেন্দ্রের ১০২,১০৪ ও ১০৫ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের বুথ কর্মীরা বিজেপিতে যোগদান করেন। তারা এদিন বেহালা শীলপাড়া বিজেপির কার্যালয়ে বেহালার সভাপতি সোমনাথ ব্যানার্জির হাত ধরে বিজেপিতে যোগদান করে। যোগদান পর্ব শেষ করার পর সোমনাথ ব্যানার্জি বলেন, যাদবপুরের ভোটে এরা একসময় তৃণমূলের হয়ে বুথ সামলাতো। এবার তারা বিজেপির হয়ে পুরভোটে বুথ সামলাবে বলে জানান সোমনাথ ব্যানার্জি।