মমতার নাম ভাঙিয়ে চাকরি দেবার প্রলোভন দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ তৃণমূল মহিলা কর্মীর, অভিযুক্তকে পাহারা পুলিশের

আমাদের ভারত, বালুরঘাট, ২৮ জানুয়ারি: রাজ্যের মুখ্যমন্ত্রী সহ তৃণমূল নেতামন্ত্রীর নাম ভাঙিয়ে লোভনীয় পদে চাকরি দেবার প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের ৭ নং ওয়ার্ডের রামকৃষ্ণপল্লি এলাকায় অভিযুক্ত ওই মহিলা সঙ্গীতা দেব দাসের বাড়ির সামনে তুমুল বিক্ষোভ প্রদর্শন করেন প্রতারিতরা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যায় বালুরঘাট থানার পুলিশ। অভিযোগ, বিষয়টি নিয়ে গত ছয় মাস আগে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের হলেও পুলিশ অভিযুক্ত মহিলার বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। উল্টে এদিন মহিলার বাড়িতে গিয়ে পুলিশ কর্মীরা খোশমেজাজে গল্প করেন অভিযুক্তের ছেলের সাথে বলে অভিযোগ। ঘটনায় পুলিশের ভূমিকায় ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি বুঝে পুলিশি নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয় মহিলার বাড়িতে।

তৃণমূলের সক্রিয় কর্মী হিসাবে পরিচয় দেওয়া মহিলা সঙ্গীতা দেব দাসের সাথে ফোনে কথা হয় খোদ মুখ্যমন্ত্রীর। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একাধিক তাবড় তৃণমূল নেতানেত্রীর সাথে আলাপ রয়েছে তাঁর, এমন বিষয় তুলে ধরে জেলার বিভিন্ন প্রান্তের ছেলে মেয়েদের কাছে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা তুলেছেন সঙ্গীতা দেব দাস বলে অভিযোগ। সূত্রের খবর, মাঝে মধ্যেই ওই অভিযুক্ত মহিলার বাড়িতে একাধিক পুলিশ প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে তৃণমূলের নেতা নেত্রীদের আসা যাওয়াও লক্ষ্য করা গিয়েছে। এমন সব বিষয়গুলিকে হাতিয়ার করেই চাকরি দেবার নামে সাধারণ মানুষের সাথে কোটি কোটি টাকার প্রতারণা করেছেন ওই মহিলা বলে অভিযোগ। টাকা দেওয়ার দীর্ঘ সময় পরেও চাকরি না পেয়ে বালুরঘাট থানা সহ জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন চাকরিপ্রার্থীরা। চাপে পড়ে বেশকিছু বাসিন্দাকে ওই মহিলা চেক দিলেও তা বাউন্স হয়ে যায় বলে অভিযোগ। এমনকি তাঁর বাড়িতে টাকা চাইতে গেলে অভিযুক্ত মহিলার ছেলে সৌনক দেব পিস্তল দিয়ে গুলি করার ভয় দেখায়। যার পরেই এদিন অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করেন সকলে।

বিক্ষোভকারী প্রভাস মহন্ত, কৌশিক দাস ও প্রমিলা বর্মনরা জানিয়েছেন, চাকরি দেবার নামে হাজার হাজার ছেলে মেয়েদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছেন সঙ্গীতা দেব দাস। থানায় অভিযোগের পরেও তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ প্রশাসন। যার প্রতিবাদেই এদিন বালুরঘাটে ওই মহিলার বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করেন সকলে। এর পিছনে পুলিশ ও নেতা নেত্রীরাও জড়িত রয়েছে বলেও জানিয়েছেন তারা।

অভিযুক্ত মহিলা সঙ্গীতা দেব দাস জানিয়েছেন, তাঁকে ফাঁসানোর চক্রান্ত হচ্ছে। মিথ্যে অভিযোগ করে তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখানো হয়েছে। তিনি তৃণমূলের একজন সক্রিয় কর্মী। মমতা মায়ের সাথে মাঝে মধ্যেই কথা হয় তার।

ডিএসপি সদর ধীমান মিত্র জানিয়েছেন, আগের কোনও অভিযোগের বিষয়টি তাঁর জানা নেই। এদিন বিক্ষোভের খবর পেয়েছেন। অভিযোগ করা হলে ঘটনা খতিয়ে দেখা হবে।

বালুরঘাট টাউন তৃণমূল সভাপতি সুভাষ চাকি জানিয়েছেন, ওই নামে কোনও মহিলাকে তিনি চেনেন না। তাঁদের কর্মী তিনি, এমন খবর তাঁর কাছে নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *