আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৮ নভেম্বর : সকাল থেকে টানটান উত্তেজনার পরে শেষে কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃনমুল কংগ্রেসের প্রার্থী তপন দেব সিংহ ২৩০৪ ভোটে জয়ী। ১০ রাউন্ডের এই গননায় প্রথম ৩ রাউন্ড বিজেপি এগিয়ে থাকলেও তার পরের রাউন্ড গুলিতে পালা করে একবার বিজেপি ও তৃনমুল এগিয়েছে। শেষ ৩ রাউন্ডে অল্প অল্প লীড নিয়ে শেষে তৃণমূল প্রার্থী জিতেছে। গননা শেষ হওয়ার আগেই বিজেপি ও জোট প্রার্থী কেন্দ্র ছেড়ে বেড়িয়ে যায়। গত লোকসভা নির্বাচনে কালিয়াগঞ্জ বিধানসভা এলাকায় বিজেপি প্রায় ৫৭ হাজার ভোটে লীড পেয়েছিলো। সেই লীড ছাপিয়ে তৃণমূল জিতে প্রথমবার এই বিধানসভার দখল নিলো। এই জয়ের পেছনে টিম পি কে’র স্ট্র্যাটেজিকে অন্যতম কারন বলে তৃণমূল প্রার্থী মনে করছে।