আমাদের ভারত, ২৮ নভেম্বর: একদিকে তৃণমূলে উল্লাস, অন্যদিকে বিজেপিতে চরম হতাশা। কালিয়াগঞ্জে জয়ী তৃণমূল প্রার্থী। বাকি দুটি কেন্দ্রেই অনেক ব্যবধানে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থীরা। গননা কেন্দ্রের বাইরে উল্লাসে মেতেছেন তৃণমূল কংগ্রেস সমর্থকরা।
গননার শুরু থেকেই করিমপুরে এগিয়ে রয়েছে তৃণমূল। প্রতি রাউন্ড গননা শেষে ব্যবধান বাড়িয়েছেন তৃণমূল প্রার্থী। করিমপুরে তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহ ২৭ হাজারের বেশি ভোটে এগিয়ে গেছেন।
অন্যদিকে খড়্গপুরেও এগিয়ে তৃণমূল প্রার্থী। খড়্গপুরে প্রথম রাউন্ডে এগিয়ে ছিল বাম কংগ্রেস জোট। কিন্তু তৃতীয় রাউন্ডে এগিয়ে যায় বিজেপি। পরে পঞ্চম রাউন্ডে তৃণমূল এগিয়ে যায়। তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার ১১ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন।
অন্যদিকে সকালে গননা শুরু হওয়ার পর থেকেই কালিয়াগঞ্জে বিজেপি প্রার্থী এগিয়ে ছিলেন। তবে, ব্যবধান কম ছিল। এরপর এগিয়ে যায় তৃণমূল প্রার্থী। ৯ রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী তপন দেব সিংহ। শেষ রাউন্ডে তিনি ২ হাজার ৩০৪ ভোটে জয়ী হন।
স্বাভাবিকভাবেই এই অবস্থায় চরম হতাশা নেমে এসেছে বিজেপি শিবিরে। কারণ, ভোট শেষে বিজেপির আভ্যন্তরীণ রিপোর্টে বলা হয়েছিল তিনটিতেই তারা জিতবে। গনানা এগোতেই ভোটচিত্র একেবারে পালটে যায়। বিজেপি মনে করছে এনআরসি ইস্যুতেই তাদের পরাজয় বরণ করে নিতে হচ্ছে।