জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১১ অক্টোবর: উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ ঘুরে বেড়ালেও তৃণমূলকে ৯ বছরের পাপের ফল ভোগ করতেই হবে, বললেন রাজ্য বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে খড়গপুর দু’নম্বর ব্লকের সাকোয়াতে কৃষিবিলের সমর্থনে আয়োজিত পদযাত্রায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করে জয় বন্দ্যোপাধ্যায় বলেন, সামনের নির্বাচনে ন’বছরের পাপের ফল ভোগ করতে হবে তৃণমূলকে। রাজ্যের মানুষ তৃণমূলকে উৎখাত করতে প্রস্তুতি হিসেবে লোকসভায় ১৮টি আসনে বিজেপিকে জিতিয়েছেন। সামনের বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিদায় প্রক্রিয়া সম্পন্ন করবেন তারা। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে ছুটে বেড়ানোই সার হবে। কৃষি বিলের সমর্থনে জেলায় জেলায় পদযাত্রা, পথসভা করছেন বিজেপি নেতারা। গত দু’ তিন দিনে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে সেই কর্মসূচিতে যোগ দেন লকেট চট্টোপাধ্যায় ও জয় বন্দ্যোপাধ্যায়।