আমাদের ভারত, মেদিনীপুর, ২৭ জানুয়ারি: নাগরিকত্ব বিষয়ে ক্রমশ সুর চড়াচ্ছে গেরুয়া শিবির। এনআরসির সমর্থনে তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রচারের বিরুদ্ধে রাজ্যজুড়ে রাস্তায় নেমেছেন বিজেপি নেতৃত্ব।
সোমবার এনআরসির সমর্থনে মেদিনীপুরে বাড়ি বাড়ি প্রচার চালান বিজেপি নেতা সায়ন্তন বসু।
তিনি জানান, আমরা নাগরিকত্ব আইনের পক্ষে। এই আইনে কাউকে তাড়ানোর বিষয় নেই। এই আইনের বলে
বাংলাদেশ, পাকিস্তান থেকে অত্যাচারিত ও নির্যাতনের শিকার হয়ে যাঁরা ভারতবর্ষে এসেছেন তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে।
সায়ন্তন বসু অভিযোগ করে বলেন, তৃণমূল নেত্রী সহ শহরের কিছু নকশাল সংগঠন এবং বেশকিছু সংবাদ মাধ্যম এনআরসি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা মানুষকে আতঙ্কিত করে তুলছে। বিজেপি নেতা কর্মীরা বাড়ি প্রচার চালিয়ে সেই আতঙ্ক ও বিভ্রান্তি দূর করছেন।
বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক বলেন, এনআরসি ইস্যুতে জয় হবে বিজেপি ও কেন্দ্র সরকারের। পিছু হঠতে হবে তৃণমূল সহ বুদ্ধিজীবীদের। কারণ এই ইস্যুতে বেশিরভাগ মানুষের সমর্থন বিজেপির সঙ্গে রয়েছে।