লোকসংস্কৃতির উপর ভর করে পুরুলিয়ায় মিছিল তৃণমূলের

সাথী প্রামানিক, পুরুলিয়া, ২৩ ডিসেম্বর: জেলার লোক সংস্কৃতির উপর ভর করে নাগরিকত্ব সংশোধনী আইন এবং ভারতীয় নাগরিক পঞ্জির বিরোধী মিছিল করল তৃণমূল কংগ্রেস। সোমবার, বিকেলে পুরুলিয়া শহরের জুবিলি ময়দান থেকে ওই মিছিলে সংস্কৃতির বর্ণাঢ্য শোভাযাত্রায় পরিণত হল। ঢাক ঢোল বাঁশির সহযোগে নাটোয়া নাচ পথ চলতি মানুষকে আকর্ষিত করে। তৃণমূল জেলা সভাপতি তথা রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দফতরের মন্ত্রী শান্তিরাম মাহাতোর নেতৃত্বে মিছিলে যোগ দেন পুরুলিয়া শহর ও জেলার অন্যান্য নেতা-নেত্রীরা।

লোকশিল্পীরা  হাতে তৃণমূলের পতাকা নিয়ে নৃত্য পরিবেশন করলেন, বাজালেন ঢাকও। পুরুলিয়া শহরের বিভিন্ন রাস্তায় ঘুরে ফের সূচনা স্থলেই মিছিল শেহস হয়। দলীয় মিছিলে লোক সংস্কৃতির উপর নির্ভরশীল হতে হল কেন? এর উত্তরে মিছিল শেষে মন্ত্রী শান্তিরাম মাহাতো বলেন, ‘লোক শিল্পীরাই নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ জানাতে স্বতঃফূর্তভাবে মিছিলে যোগ দেন। কারণ তাঁরা বুঝতে পেরেছেন এই আইন তাঁদের বিপক্ষে যাবে। আইন বলবত্‍ হলে ক্ষতি হবে তাঁদের মতো খুবই সাধারণ মানুষের। তাই তাঁদের মিছিলে অংশ নেওয়াকে প্রত্যাশিত বলে মনে করছি।’
   

এদিন ঝাড়খন্ডে বিজেপির বিপক্ষে যাওয়া ফল নিয়ে মন্তব্য করেন মন্ত্রী শান্তিরাম। তিনি বলেন, ‘ঝাড়খণ্ডের ফলই জানিয়ে দিয়েছে মানুষ বিজেপির জোর করে চাপিয়ে দেওয়া আইন এবং নীতি মেনে নেবেন না। এর প্রভাব অবশ্যই লাগোয়া রাজ্য পশ্চিমবঙ্গে পড়েছে।’    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *