আমাদের ভারত, মেদিনীপুর, ১১ ফেব্রুয়ারি: রাজ্য সরকারের বাজেটকে সমর্থন জানিয়ে মঙ্গলবার মেদিনীপুরে গান্ধী মূর্তির সামনে মিছিল করলো তৃণমূল। এদিনের মিছিলে নেতৃত্ব দেন জেলা সভাপতি অজিত মাইতি। উপস্থিত ছিলেন তৃণমূলের বিধায়ক ও জেলা পরিষদের কর্মাধক্ষ্যরা।
অজিত মাইতি জানান, রাজ্যে মা মাটি মানুষের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই একের পর এক জনমুখী বাজেট ঘোষণা করেছে সরকার। রাজ্য সরকার সর্বোতভাবে জনগণের পাশে থেকে রাজ্যের উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। এজন্য রাজ্য সরকারকে ধন্যবাদ।