আমাদের ভারত, মেদিনীপুর, ১ জানুয়ারি: পদযাত্রা এবং রক্তদানের মধ্য দিয়ে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছেl এদিন ঘাটালে যুব তৃণমূলের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন বিধায়ক শংকর দোলই। রক্তদাতাদের হাতে ফুল দিয়ে সম্বর্ধিত করেন উদ্যোক্তারা। এদিনের রক্তদান শিবিরে ২০০ জন রক্তদান করেন। বিধায়ক তাদের সকলকে ধন্যবাদ জানান।
তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বুধবার সবং ব্লকের এক নম্বর দেভোগ অঞ্চলের তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে বাদলপুর বাসস্ট্যান্ডে পতাকা উত্তোলনের পর পদযাত্রা শুরু হয় এবং বেনেদিঘি বাসস্ট্যান্ডে পৌঁছে যাত্রা শেষ হয়। পদযাত্রায় ছিলেন সংসদ মানুষ ভুঁইয়া, বিধায়ক গীতা ভুঁইয়া, যুব সভাপতি আবু কালাম। মানস ভুঁইয়া বলেন, কেন্দ্র এনআরসি এবং সিএএ কালাকানুন নিয়ে এসছে সেটা কোনওভাবে বাংলার মানুষ মানবে না।
তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি ব্লকের পঞ্চায়েত এলাকাগুলিতে দলীয় কর্মীরা পদযাত্রা করেনl বেলপাহাড়িতে পদযাত্রায় নেতৃত্ব দেন দলের ব্লক সভাপতি চিন্ময় মাহাতোl