আমাদের ভারত, মেদিনীপুর, ৭ জানুয়ারি: দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে নিরীহ ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের ওপর বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির গুণ্ডামির প্রতিবাদে এবং গত রবিবার তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি অশোক সরেন এবং তার বাবার ওপর দুষ্কৃতিকারীদের হামলার প্রতিবাদে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের ৪ নং মলম অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে মঙ্গলবার বিকেলে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল। মিছিলটি মলম গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি এলাকা প্রদক্ষিণ করে। তৃণমূল নেতার ওপর আক্রমণের জন্য বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে আঙ্গুল তুলে মিছিল থেকে স্লোগান দেওয়া হয়।