আমাদের ভারত, মেদিনীপুর, ৭ জানুয়ারি: মঙ্গলবার থেকে চালু হল খড়্গপুর মহকুমা আদালত। খড়্গপুর শহরের বুলবুলচটি এলাকাতে মহকুমা আদালত ভবনের দ্বারোদঘাটন করে কাজ শুরু হয়। দূর সঞ্চালন ব্যবস্থার মাধ্যমে খড়্গপুর মহকুমা আদালতের দ্বারোদঘাটন করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল বি. রাধাকৃষ্ণান।
নবগঠিত খড়্গপুর মহকুমা আদালত চত্বরে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা বিচারক অনন্যা বন্দ্যোপাধ্যায়, জেলাশাসক রশ্মি কমল, পুলিশ সুপার দীনেশ কুমার, স্থানীয় বিধায়ক প্রদীপ সরকার সহ আইন ও বিচার বিভাগের অন্যান্য আধিকারিকরা। প্রধান বিচারপতি তার বক্তব্যে জানান, বিচারব্যবস্থাকে আরো সহজলভ্য করার এবং মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য প্রতি মহকুমায় বিচারব্যবস্থার প্রচলন রয়েছে।