স্বাস্থ্য সাথী প্রকল্প রুপায়ণে মানুষকে সচেতন করতে পথনাটকের মাধ্যমে প্রচার তৃণমূল পরিচালিত রায়গঞ্জ পুরসভার

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৩ ডিসেম্বর:
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প স্বাস্থ্য সাথী প্রকল্প রুপায়ণে সাধারণ মানুষকে সচেতন করতে পথনাটকের মাধ্যমে প্রচার তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পুরসভার। পুর এলাকার বাসিন্দাদের মধ্যে বিলি করা হল স্বাস্থ্য সাথী কার্ড। এই কার্ডের মাধ্যমে দুঃস্থ ও গরীব মানুষরা পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা করে স্বাস্থ্য বীমা পাবেন। রায়গঞ্জ পুরসভা চত্বরে স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড বিলি করলেন রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার, উত্তর দিনাজপুর জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট স্বাস্থ্য প্রকল্প আধিকারিক শুভ্রজিৎ গুপ্ত।

গ্রাম থেকে শহর, পঞ্চায়েত থেকে পুরসভা এলাকার অপেক্ষাকৃত দুঃস্থ ও গরীব বাসিন্দা সহ সরকারি চুক্তিভিত্তিক কর্মী, আশা কর্মী, সর্বস্তরের সাধারণ মানুষের স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করতে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এক স্বপ্নের প্রকল্প হাতে নিয়েছেন তা হল স্বাস্থ্য সাথী প্রকল্প। বিনামূল্যে অপারেশন থেকে বিরাট চিকিৎসার ব্যায়ভার বহন করতে স্বাস্থ্য বীমা চালু করেছেন রাজ্য সরকার। পরিবার প্রতি পাঁচ লক্ষ টাকা করে স্বাস্থ্যবীমা প্রকল্পের আওতায় এনে তাদের চিকিৎসার খরচ জোগাবে রাজ্য সরকার। সাধারণ মানুষকে রাজ্য সরকারের এই প্রকল্প সম্পর্কে অবহিত করতে তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পুরসভা রায়গঞ্জ শহরের বিভিন্ন এলাকায় পথনাটিকার মাধ্যমে প্রচার করছে। পাশাপাশি চলছে স্বাস্থ্য সাথী কার্ড বিতরণের কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *