নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১২ মার্চ :
রাজ্যসভায় জয় নিয়ে বিকাশ ভটাচার্যের উপর স্নায়ুর চাপ বাড়ালেন পার্থ চ্যাটার্জি। এমনিতে বাম, কংগ্রেসের জোট প্রার্থী বিকাশ রঞ্জনের জয়ের রাস্তা মোটামুটি পাকা, যদি তৃণমূল প্রার্থী না দেয়। অঙ্কের সহজ হিসেবে তৃণমূল প্রার্থী দিলে তাদের পরাজয় নিশ্চিত। বাম, কংগ্রেস মনে করেছিল এবারের রাজ্য সভার ভোটে তৃণমূল আগ্রাসী মনোভাব নেবে না। কিন্তু বৃহস্পতিবার পঞ্চম আসনে প্রার্থী দেওয়ার চিন্তা ভাবনা রয়েছে বলে বিধধানসভায় জানালেন পার্থ চ্যাটার্জি।
তিনি বলেন, আমারা এখনো বলিনি পঞ্চম আসনে প্রার্থী দেবো না। তৃণমূল সবসময় চাইবে রাজ্য সভায় তাদের সদস্য বাড়ুক। তৃণমূল মহাসচিবের মুখে এমন মন্তব্য শুনেই ফের জল্পনা শুরু হয়েছে। তাহলে কি পঞ্চম আসনে প্রার্থী দেবে রাজ্যের শাসক দল? আর তৃণমূল যদি প্রার্থী দেয় তাহলে তারা জয়ের জন্য ঝাঁপাবে। তখনই তৃণমূল আগ্রাসী মনোভাব নিয়ে বাম, কংগ্রেসের বিধায়কদের ভোট টানতে খেলা শুরু করবে। পার্থ চ্যাটার্জির এমন মন্তব্যই বৃহস্পতিবার বাম, কংগ্রেসের স্নায়ুর চাপ বাড়িয়ে দিল।