ইংরেজবাজার পুরসভার আসন সংরক্ষণ নিয়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, আদালতের দ্বারস্থ

আমাদের ভারত, মালদা, ১০ ফেব্রুয়ারি: ইংরেজবাজার পুরসভার আসন সংরক্ষণ নিয়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। সংরক্ষণের খসড়া তালিকা অনুযায়ী বেশ কয়েকজন কাউন্সিলর এবারে পুরো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। আর এতে দলের একাংশের ষড়যন্ত্র আছে বলে ক্ষোভ উগরে দিলেন ইংলিশবাজার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা ২২ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর নরেন্দ্রনাথ তিওয়ারি। নিয়ম মেনেই খসড়া তালিকা তৈরি করেছে প্রশাসন দাবি ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান নীহার রঞ্জন ঘোষের। কিন্তু এই নিয়ে ফের প্রকাশ্যে গোষ্ঠী কোন্দলের বিষয়টি উঠে আসায় অস্বস্তিতে জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

২০২০ পুরসভা নির্বাচনের আগে আসন সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশ করেছে মালদা জেলা প্রশাসন। সেই তালিকা অনুযায়ী এবারে ২২ এবং ২৬ নম্বর ওয়ার্ড দুটি তপশিলি জাতির জন্য সংরক্ষণের তালিকায় পড়েছে। এই দুই ওয়ার্ড থেকে ২০১৫ নির্বাচনে জয়লাভ করে কাউন্সিলর হয়েছিলেন নরেন্দ্রনাথ তেওয়ারি ও তার স্ত্রী অঞ্জু তেওয়ারি। সংরক্ষণের ফলে এবারে তাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই এবার আদালতের দ্বারস্থ হলেন নরেন্দ্রনাথ তেওয়ারি। তিনি এই নিয়ে ৬ফেব্রুয়ারি উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে।

যদিও আইন মেনেই সংরক্ষণের তালিকা তৈরি হয়েছে বলে দাবি ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান নীহার রঞ্জন ঘোষের।

তৃণমূলের কয়েকজন নেতাকে বাঁচাতেই সংরক্ষণ তালিকা তৈরি করা হয়েছে বলে দাবি জেলা বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডলের।

তবে, সংরক্ষণ তালিকা নিয়ে কোনো গোষ্ঠী কোন্দল নেই বলেই দাবি জেলার তৃণমূল সভানেত্রী মৌসম নুরের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *